1. live@www.alochithapratidina.com : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  2. info@www.alochithapratidina.com : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সারাজীবন মানুষের সেবা করতে চাই – মোশারফ হোসেন মোল্লা বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার চট্টগ্রামে ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়ানশীপ’২৫ এ আঞ্চলিক চ্যাম্পিয়ন ফিদে মাষ্টার আব্দুল মালেক, রানার্সআপ ইফতেখার আলম বিজিবি ব্যবস্থাপনায় ফাইনাল খেলা অনুষ্ঠিত বেলাবোতে স্বতন্ত্র আসনের দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ পানির অপর নাম জীবন যা পূরণ হলো খুমী পরিবারের দীর্ঘ প্রতীক্ষার প্রহর বাংলাদেশ কৃষি ব্যাংক বাঁশখালী শাখার গ্রাহকদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হালিশহর উচ্চ বিদ্যালয়ের সামনে ভাঙ্গা সড়কের সংস্কার কাজ সারিয়ে দিলেন জামায়াতে ইসলামী.. ধুমপাড়ায় ভুয়া কবিরাজের অন্ধকার সাম্রাজ্য ৭ বছর ধরে করে আসছে প্রতারণা

পড়ে আছে ট্রফি-মেডেল নেই শুধু রাহাত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

রাহাত খান সম্পর্কে ব্রাদার্স ক্রিকেট একাডেমির জুনিয়র কোচরা হেড কোচ মোমিনুল হকের কাছে প্রায়ই একটি অভিযোগ করতেন। সে অভিযোগটি হচ্ছে রাহাতকে বল ডিফেন্স করতে বললে সে আরও জোরে জোরে মারে। কিছু বললে সে বলে, ‘মোমিন স্যার বলেছেন বল জোরে জোরে মেরে সীমানার বাইরে পাঠাতে।’ অথচ মাত্র ১২ বছর বয়সের সেই রাহাত খান চলে গেল জীবনের সীমানার বাইরে। ক্রিকেট মাঠের ২২ গজকে ঘিরে ছোট মানুষটির কত বড় স্বপ্নই না ছিল।

ব্রাদার্স ক্রিকেট একাডেমির হয়ে দুই বছর আগে খেলেছিল অনূর্ধ্ব–১০ ক্রিকেট কার্নিভ্যালে। সেখানে রাহাত চেনায় তার জাত। একজন উইকেট কিপার–ব্যাটসম্যান হিসেবে উইকেটের সামনে এবং পেছনে সমান পারদর্শী ছিল সে। বড় বড় ছক্কা মেরে তামিম ইকবালের মত দেশ সেরা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতো। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস। একজন ক্ষুদে ক্রিকেটার হিসেবে অর্জন করা মেডেল, ট্রফি, সনদ সেই সাথে ব্যাট, গ্লাভস, হেলম্যাট, প্যাড সবই সাজানো আছে শোকেসে। কিন্তু ঘর আর বাইরে আলোকিত করে রাখা সেই রাহাত নেই বাবা লেয়াকত আলীর ঘরে।

প্রায় ৫–৬ বছর ধরে কোচ মোমনিুল হকের ব্রাদার্স ক্রিকেট একাডেমিতে ক্রিকেট শিখছে রাহাত। মাঠের পারফরম্যান্স আর মাঠের বাইরে তার সদাচরণ একাডেমির সবার মন জয় করেছিল। গতকাল কোচ মোমিনুল বলছিলেন, এমন মেধাবী ক্রিকেটার আমি খুব কম দেখেছি। অনূর্ধ্ব–১০ ক্রিকেট ফেস্টিভ্যালে রাহাত আমাদের একাডেমির অধিনায়ক ছিল। পারফরম্যান্সও ছিল ঠিক অধিনায়কের মত। আর কিছুদিন পর চট্টগ্রামে শুরু হচ্ছে মেয়র কাপ অনূর্ধ্ব–১৪ ক্রিকেট টুর্নামেন্টে। সেই টুর্নামেন্টের জন্য একাডেমির দলেও ছিল রাহাত। কিন্তু এখন তাকে ছাড়াই তার সহপাঠীদের মাঠে নামতে হবে। উইকেটের পেছন থেকে রাহাত আর বোলারদের বলবে না– বলটা সোজা কর, জায়গায় বল ফেলো।

ক্রিকেট নিয়ে কতই না স্বপ্নই ছিল এই শিশুর। একদিন বড় ক্রিকেটার হবে। যে মা তাকে হাত ধরে সেই চান্দগাঁও থেকে আউটার স্টেডিয়াম পর্যন্ত নিয়ে আসতো, আবার নিয়ে যেতো সে মাকে বড় হয়ে আর কষ্ট দেবে না। যেদিন বড় ক্রিকেটার হবে সেদিন সে মাকে বিমানে চড়াবে। যেমনটি এখনকার ক্রিকেটাররা করছেন। স্বপ্ন দেখতো একদিন জাতীয় দলে খেলবে। কিন্তু সব শেষ হয়ে গেল দুষ্ট বন্ধুদের কারণে।

রাহাতের পাড়ার ছেলে নাঈম ইসলাম। তিনি এখন খেলছেন জাতীয় দলে। তাকে দেখেই হয়তো স্বপ্ন দেখতো জাতীয় দলে খেলার কিংবা বড় ক্রিকেটার হওয়ার। তার কোচরা জানিয়েছেন, অনুশীলনে রাহাত সবসময় থাকতো বেশ সিরিয়াস। অনূর্ধ্ব–১০ ক্রিকেট কার্নিভ্যালে দুটি হাফ সেঞ্চুরি করার কৃতিত্ব দেখানো রাহাত আক্ষেপ করতো একটি সেঞ্চুরি করতে না পারার। কোচরা তাকে সান্ত্বনা দিয়ে বলতো তুমি অনেক বড় ক্রিকেটার হবা। তোমাকে অনেক দিন খেলতে হবে। তখন বড় বড় সেঞ্চুরি করবা। সে স্বপ্ন সবসময় দেখতো রাহাত। কিন্তু স্কুলের সহপাঠীরা তার সে স্বপ্নকে যেন গলা টিপে হত্যা করে দিল।

ব্রাদার্স ক্রিকেট একাডেমির ছাত্ররা সারা বছরের মত আজও অনুশীলন করবে। কালও করবে। কিংবা করতেই থাকবে। কিন্তু তারা পাশে পাবে না প্রিয় সহপাঠী রাহাতকে। নগরীর আউটার স্টেডিয়ামের নেটে উইকেটের সামনে আর পেছন থেকে ব্যাটার আর বোলারদের উদ্দেশ্যে রাহাত খানের নানা পরামর্শ আর ভেসে আসবে না। কারণ বল সীমানার ওপারে পাঠানোর মত নিজেই যে চলে গেল জীবনের ওপারে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।