বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নাছির উদ্দিন এবং সঙ্গীয় পুলিশ ফোর্স একটি সফল অভিযান পরিচালনা করেছেন। অভিযানে চট্টগ্রাম শহরের চালিতাতলী ঈদগাহের উত্তর পাশে একটি পরিত্যক্ত বাড়ি এবং আল আমিন গার্মেন্টস এলাকায় অভিযান চালিয়ে তিনজন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: ১। নাজমুল হাসান রনি (২৪) ২। মিজানুর রহমান ফয়সাল (১৯) ৩। মোঃ নাঈম। এই সন্ত্রাসীরা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় একাধিক মামলার আসামী ও ভয়ঙ্কর ছিনতাইকারী হিসেবে পরিচিত। অভিযানে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১টি এলজি (অবৈধ আগ্নেয়াস্ত্র)- ২টি কার্তুজ- ১টি সিএনজি- ২টি ছুরি- ১টি কিরিচ। উদ্ধারকৃত মালামাল এবং আসামীদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় দুইটি মামলা রুজু করা হয়েছে: মামলা নং-৩৩, তারিখ: ১৪/০৫/২০২৫, ধারা: ৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০- মামলা নং-৩৪, তারিখ: ১৪/০৫/২০২৫, ধারা: অস্ত্র আইন, ১৮৭৮ এর ১৯(এ) পরবর্তীতে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণকরা হয়। ওসি আরিফুর রহমান বলেন, বায়েজিদ এলাকায় অপরাধের কোনো স্থান আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : সৈয়দ মিজান সমরকন্দী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত