এনবিআরকে দুই ভাগ করা অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনে নামা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার বিকালে অর্থ মন্ত্রণালয়ে এ বৈঠক হবে বলে সংবাদমাধ্যমে তথ্য দিয়েছে এনবিআরের জনসংযোগ বিভাগ।
আন্দোলনকারীদের টানা কলম বিরতি কর্মসূচির মধ্যে আলোচনায় বসার খবরটি এলো।
তবে আন্দোলনকারীরা বলছেন, আলোচনার বিষয়ে ‘আনুষ্ঠানিক প্রস্তাব’ তারা পাননি। এ কারণে সোমবারও তারা কলম বিরতি কর্মসূচি পালন করবেন।
এ নিয়ে তিন দফা কর্মসূচির সময় বাড়াল ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’।
প্রথম দফায় বুধবার, বৃহস্পতি ও শনিবার কলম বিরতি পালন করে তারা। একই কর্মসূচি ছিল পরের দিনও।