সৈয়দ মিজান সমরকন্দী চট্টগ্রাম:- চট্টগ্রাম: সাতকানিয়ায় বাসচাপায় মোছাম্মৎ নাজিফা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বান্দরবান-কেরানীহাট সড়কের সত্য পীরের মাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজিফা কেঁওচিয়া ইউনিয়নের হাদিয়ামার বাড়ির প্রবাসী আবছার উদ্দিনের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নাজিফা আত্মীয়ের সঙ্গে ওই এলাকায় ঘুরতে আসে। সত্যপীর মাজারের সামনে আসলে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী বাসে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যায় সে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহত শিশুটির পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : সৈয়দ মিজান সমরকন্দী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত