চট্টগ্রামের অন্যতম ব্যস্ত এলাকা জিইসি দুই নাম্বার গেট এলাকায় অপ্রাপ্তবয়স্ক শিশুদের একটি চক্র গড়ে উঠেছে, যারা গলিতে বসে গাম’ জাতীয় মাদক সেবন করে এবং পরে চলন্ত গাড়ি, ভ্যান, পিকআপ বা দোকান থেকে ছিনতাই করে মোবাইল, মাছ, তরকারি এমনকি গ্যাসের সিলিন্ডার পর্যন্ত।অপরাধে শিশু, নজর নেই প্রশাসনের!একজন পথচারী বলেন, পুলিশ নিরীহ মানুষদের রাস্তায় দাঁড় করিয়ে মামলা দেয়, অথচ যাদের ধরার কথাএই অপরাধী শিশুদের, তাদের তো দেখি চিনি চিনি করেও ধরছে না বিশ্লেষকরা বলছেন, অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এই চক্রকে ধরা কঠিন হলেও, সংগঠিতভাবে অপরাধে ব্যবহৃত হচ্ছে তারা যা উদ্বেগজনক। কেউ কেউ আশঙ্কা করছেন, এই শিশুদের পেছনে বড় কোনো অপরাধী সিন্ডিকেটও থাকতে পারে।কোথায় সামাজিক প্রতিরোধ?জিইসি এলাকাজুড়ে দোকানদার, রিকশাচালক ও পথচারীরা নিয়মিত এই অপরাধের শিকার হচ্ছেন। কিন্তু নগর পুলিশের কোনো কার্যকর পদক্ষেপ নেই এ অবস্থায় জনগণের নিরাপত্তা, শিশুর ভবিষ্যৎ এবং সামাজিক ভারসাম্য সবই হুমকির মুখে। দাবিগুলো হলো এই শিশু চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান ও পুনর্বাসন ব্