আসাদ চৌধুরী ফাজ্জা প্রতিনিধি :- প্রাণকেন্দ্র জিসি মোড় এলাকা এক ঘণ্টার মাঝারি বৃষ্টিতেই ডুবে যায় জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়ে শত শত কর্মজীবী মানুষ ও ব্যবসায়ী। এলাকাবাসী বলছেন, ড্রেন পরিষ্কার না থাকার কারণেই পানি দ্রুত নেমে যেতে পারে না। একজন স্থানীয় ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার যে দলেরই আসুক, তারা নিজেদের চিন্তা করে, আমাদের করে না। অনেক মেয়র এলেন, গেলেন, কিন্তু সমস্যা কমলো না। জলাবদ্ধতা এখন নিত্যদিনের দুর্ভোগ জিসি মোড় চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বানিজ্যিক এলাকা হলেও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুপানি জমে যায়। ফলে পথচারীদের চলাচল ব্যাহত হয় এবং দোকানপাটে পানি ঢুকে ক্ষতি হয়।নাগরিকদের প্রশ্ন- ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে যে কোটি কোটি টাকা বরাদ্দ হয় তা কোথায় যায়? নগর কর্তৃপক্ষ শুধু ফাইলপত্রে কাজ করে বাস্তব রাস্তায় ফলাফল নেই কে