বাবলু শেখ রাজবাড়ী :- বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় আহ্বানে চারদফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি, রাজবাড়ী জেলা শাখা। ২২ মে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০মিনিটে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির, রাজবাড়ী জেলা শাখার সভাপতি শেখ মোহাম্মদ আব্দুর রউফ হিটু, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মাদ মাহফুজুর রহমান, সহসভাপতি অরুন কান্ত কর্মকার, প্রধান উপদেষ্টা মো. আতাউল মকিম আজাদ, সাবেক সভাপতি নুরুল হক প্রমুখ। এসময় বক্তারা বলেন, ঔষধ বিক্রয়ের কমিশন বৃদ্ধিসহ মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত নেওয়া ও প্রতিস্থাপন, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ সরবরাহ বন্ধ এবং সকল ঔষধের মূল্য সরকার কতৃক নির্ধারণ করার দাবি জানান। তারা জানান, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ঔষধ কোম্পানির সব ধরনের ঔষধ বিক্রি বন্ধ করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপে যেতে বাধ্য হবেন তারা।