1. live@www.alochithapratidina.com : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  2. info@www.alochithapratidina.com : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন লোহাগাড়া শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন লোহাগাড়া শাখার দ্বি-বার্ষিক সম্মেলন চট্টগ্রামে সাগরপাড় বেরিবাদে সরকারি রেলিং কেটে জায়গা ভরাট: হালিশহর থানা নিরব কেন? ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি পুলিশের জালে আটক সাংবাদিক শহীদুল কে হামলাকারী ৩ জন। চট্টগ্রামে কোরবানির পশুর হাট পরিদর্শনে পুলিশ কমিশনার সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই হওয়া ২৯ বান্ডেল থান কাপড় উদ্ধারসহ ০২ জন আটক চট্টগ্রামে নারীকে লাথি মারা সেই আকাশ অবশেষে গ্রেপ্তার বান্দরবান-সুয়ালক-লামা বাইপাস সড়কে যান চলাচল বন্ধ: দুর্ভোগে জনগণ দক্ষিণ হালিশহর এলাকায় প্রবলবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত -জলাবদ্ধতা নিরসনকল্পে চসিক ও ৩৯ নং ওয়ার্ড উন্নয়ন পরিষদের সংস্কার কাজ

জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ৩দিনের কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

ওমর ফারুক স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:- ২৫ মে চট্টগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৩দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় রাঙ্গুনিয়ায় ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নগর’–এ গমন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন।পরদিন শুক্রবার বাদ জুমা নগরের বিভিন্ন মসজিদে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল। একইদিন মাইকে শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাষণ প্রচার করা হবে। তৃতীয় দিন ৩১ মে শনিবার নগরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গরীব , দুস্থ্য ও অসহায় ছাত্রদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হবে। গতকাল শনিবার বিকেলে দলীয় কার্যালয় নগরের নাসিমন ভবনে অনুষ্ঠিত ‘মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, অবিসংবাদিত রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান–এর ৪৪তম শাহাদাত বার্ষিকী’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নগর প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ৩০ মে যুবদলের উদ্যোগে সার্কিট হাউজে জিয়া স্মৃতি যাদুঘরে কোরআন খতম এবং গরীবদের মাঝে খাবার বিতরণেরও সিদ্ধান্ত হয়। নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সদস্য সচিব নাজিমুর রহমান। সভা থেকে গৃহীত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী, সমর্থক এবং ‘গণতন্ত্রপ্রেমী জনগণ’কে যথাসময়ে নির্ধারিত স্থান ও কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান নেতৃবৃন্দ। তারা বলেন, এটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, শহীদ জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা, তাঁর আদর্শের প্রতি অঙ্গীকার, এবং দেশের জন্য ত্যাগ স্বীকারকারী একজন মহান নেতাকে সম্মান জানানোর একটি দায়িত্ব। এরশাদ উল্লাহ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী ব্যক্তিত্ব। তিনি মহান মুক্তিযুদ্ধে একজন সশস্ত্র বীর যোদ্ধা হিসেবে যুদ্ধ করেছেন, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে সংগ্রামের পথে উদ্বুদ্ধ করেছেন। তাঁর এই সাহসিকতা, আত্মত্যাগ ও নেতৃত্ব একটি জাতিকে মুক্তির পথে পরিচালিত করে। যুদ্ধশেষে যখন দেশ ছিল বিপর্যস্ত, তখন তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়ে দেশকে পুনর্গঠনের অভিযানে নামেন। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এ. আজিজ, সৈয়দ আজম উদ্দিন, এস.এম. সাইফুল আলম, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী, শিহাব উদ্দিন মুবিন, মনজুরুল আলম মঞ্জু, নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তি ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেদ সহ‌ বিভিন্ন থানা, ওয়ার্ড কমিটির সদস্য গণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।