1. live@www.alochithapratidina.com : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  2. info@www.alochithapratidina.com : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন :
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার হৃদয়ে অস্বস্তির কম্পন: মাধবদী কেন্দ্র করে অপ্রত্যাশিত ভূমিকম্প, আতঙ্কে শহর থমকে দাঁড়ায় ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মালামাল জব্দ চট্টগ্রামের নিউ মার্কেটে “এক দফা এক দাবি – ভোলা-বরিশাল সেতু চাই” দাবিতে মানববন্ধন আওয়ামী মুক্তিযোদ্ধালীগের সদস্য গণআজাদী লীগের মহানগর সহ-সভাপতি ভূমিদস্যু খোরশেদ আলম বায়েজীদে কবরস্থানের জমি দখল চেষ্টার প্রতিবাদ চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেট কার ছিটকে পড়ে পথচারীর মৃত্যু; আহত ৪ রাউজানে তিন অস্ত্রধারী গ্রেপ্তার, বিদেশি পিস্তলসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার চট্টগ্রামের প্রশাসনে নতুন নেতৃত্ব: দায়িত্ব নিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চট্টগ্রামে নির্বাচনী জনসংযোগের সময় নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রামে ধানের শীষে মনোনয়ন পেলেন ১০ জন বিদেশ থেকে আনা মোবাইল ফোন অনলাইনে রেজিস্টার নিবন্ধন বাধ্যতামূলক

অনলাইনে শিক্ষা বোর্ডের সার্টিফিকেট সংশোধন ও ইলিশ বিক্রির নামে অভিনব প্রতারণা, চক্রের ৮ সদস্য আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম :- এসএসসি এইচএসসি সহ জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা বোর্ডে কাজ করে দিবে বলে টাকা নিয়ে আত্মসাৎ ওঅনলাইনে ইলিশ বিক্রির নামে অভিনব প্রতারণা, চক্রের ৮ সদস্য আটক। মুলত এরা ফেসবুকে বিভিন্ন গ্রুপ পেজ খুলে এধরনের প্রতারনা করে নাগরিকদের হয়রানি করছে। কুমিল্লা শিক্ষা বোর্ড গ্রুপ, অনলাইন জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয় সংশোধন গ্রুপ,‘ইলিশের বাড়ি চাঁদপুর অনলাইন শপ’, ‘চাঁদপুর ইলিশ বাজার’ ও ‘চাঁদপুর ইলিশ ঘাট’—এমন নানা নামে ফেসবুকে পেজ খুলে অনলাইনে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এমন অভিযোগের ভিত্তিতে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম খুলনা, নড়াইল ও যশোরে ধারাবাহিক অভিযান চালিয়ে চক্রটির আট সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত ২৫টি মোবাইল ফোন এবং ৭০টি অবৈধ ও ভুয়া সিম জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- আনাছ শেখ (২১), কামাল শেখ (২১), ইয়ানুর মোল্লা (২১), জোবায়ের হোসেন (২৩), রুবেল শেখ (২৯), সাগর হোসেন (২৩), মো. আলীনূর ইসলাম (১৮) ও শরিফুল ইসলাম (২১)।বুধবার (২৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ডিবির বরাত দিয়ে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত বছরের ২০ নভেম্বর ‘চাঁদপুর ইলিশ বাজার’ নামক একটি ফেসবুক পেজে সুলভ মূল্যে ইলিশ মাছ বিক্রির বিজ্ঞাপন দেখে মো. মাসুম বিল্লাহ নামের এক ব্যক্তি ১৫ হাজার টাকা অগ্রিম দিয়ে ইলিশ অর্ডার করেন। কিন্তু অর্ডার করার পর তিনি কোনো মাছ পাননি। পরে তিনি খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন, যা পরে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে হস্তান্তর করা হয়। তদন্তে তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর গত ২৬ ও ২৭ মে খুলনা, নড়াইল ও যশোরে একযোগে অভিযান চালিয়ে আট জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে ফেসবুকে ভুয়া পেজ খুলে চাঁদপুরের তাজা ইলিশ মাছের ছবি ব্যবহার করে প্রতারণা করে আসছিল। তারা বিকাশ ও নগদের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ভুয়া সিম ও মোবাইল ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট খুলে প্রতারণার ফাঁদ পাততো।তিনি আরও জানান, চক্রটির নেতৃত্বে ছিলেন আনাছ শেখ ও শরিফুল ইসলাম। তারা দীর্ঘদিন ধরে এ ধরনের অনলাইন প্রতারণায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ভুক্তভোগীদের অনেকেই বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি ও অভিযোগ করেছেন, যার অনেকগুলো এখনো তদন্তাধীন রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে ডিবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।