1. live@www.alochithapratidina.com : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  2. info@www.alochithapratidina.com : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :

হালদা নদীতে পূর্ণোদ্যমে ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন:-চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত হালদা নদীতে কার্প জাতীয় মা মাছ এবার পূর্ণোদ্যমে ডিম ছেড়েছে।দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত এই নদী থেকে প্রায় ১৪ হাজার কেজি মাছের ডিম সংগ্রহ করা হয়েছে। ডিম সংগ্রহে অংশ নিয়েছেন ৫৫০ জন সংগ্রাহক। গত (২৯ মে) রাতে ডিম ছাড়ার এই দৃশ্য দেখা যায়, যা মধ্যরাত থেকে ভোর পর্যন্ত স্থায়ী ছিল। এসময় ৫৫০ জন ডিম সংগ্রহকারী নদীর বিভিন্ন অংশে অবস্থান নিয়ে ডিম সংগ্রহ করেন। বিশেষ ধরনের জাল ব্যবহার করে এসব ডিম সংগ্রহ করা হয়, যা পরবর্তীতে রেণুতে রূপান্তরের জন্য হ্যাচারিতে পাঠানো হবে। স্থানীয় ডিম সংগ্রহকারীরা জানান, এ বছর পানি, পরিবেশ ও আবহাওয়া ডিম ছাড়ার জন্য অনুকূলে ছিল। ফলে মা মাছ স্বাভাবিকভাবে ডিম ছেড়েছে এবং ডিমের পরিমাণও সন্তোষজনক রয়েছে। হালদা নদী গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক মনজুরুল কিবরিয়া জানান, “হালদা নদীর এই ডিম প্রাকৃতিকভাবে নিষিক্ত হয়, যা বাংলাদেশে একমাত্র এই নদীতেই ঘটে। তাই হালদার গুরুত্ব শুধুমাত্র স্থানীয় নয়, জাতীয় পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।” উল্লেখ্য, হালদা নদীর এই প্রাকৃতিক ডিম সংগ্রহ ব্যবস্থা শতাব্দীপ্রাচীন। এটি দেশের মৎস্য খাতে একটি বিশিষ্ট স্থান দখল করে রেখেছে। প্রতি বছর মার্চ থেকে জুন মাস পর্যন্ত বিশেষ করে পূর্ণিমা ও অমাবস্যার সময় ডিম ছাড়ে মা মাছ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।