1. live@www.alochithapratidina.com : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  2. info@www.alochithapratidina.com : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :

চট্টগ্রামে কোরবানির পশুর হাট পরিদর্শনে পুলিশ কমিশনার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলা ও মহানগরের কয়েকটি কোরবানি পশুর হাট পরিদর্শন করেন সিএমপি পুলিশ কমিশনার হাসিব আজিজ বিপিএম। আজ ৩রা জুন ঈদুল আযহা কেন্দ্রিক সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর মইজ্জারটেক,পতেঙ্গা চরপাড়া ও সাগরিকা পশুর হাট সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম। পরিদর্শনকালে তিনি উপস্থিত ব্যবসায়ীদেরকে পশুর হাট কেন্দ্রিক সিএমপি’র গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় তিনি পশুর হাট সংশ্লিষ্ট যে কোন বিষয়ে আইনি সহায়তার জন্য সিএমপি’র অস্থায়ী কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন। এছাড়াও তিনি কোরবানি উপলক্ষ্যে পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি যেন না হয় এবং সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা জাল টাকার কারবারিরা যেন তৎপরতা চালাতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। এসময় সেখানে সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (বন্দর)মোঃ আমিরুল ইসলাম সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,স্ব স্ব থানা পুলিশ অফিসার ইনচার্জ গণ,হাট ইজারাদার সহ দায়িত্বশীল প্রতিনিধি উপস্থিত ছিলেন। এদিকে ৩৯ নং ওয়ার্ডের লিংক রোড রোড সংলগ্ন সিডিএ বালুর মাঠে দক্ষিণ হালিশহর কোরবানি পশুর হাটে উপ সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোনের) এসি ল্যান্ড অফিসার এবং ইপিজেড থানা পুলিশ অফিসার ইনচার্জ মোঃ জামিউর হোসাইন জিয়া হাট পরিদর্শন করেন। তিনি হাটের সার্বিক পরিস্থিতি দেখে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, বৃষ্টির পানি থাকার শর্তেও হাট ইজারাদারের নিরালস প্রচেষ্টায় জমে উঠেছে ক্রেতা সাধারণের উপস্থিতি , আগামী ১/২ আরো ভালো বিক্রি হবার সম্ভাবনা রয়েছে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।