রবিবার ১০ আগস্ট ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৭ আগস্ট ২০২৫ তারিখ বৃহস্পতিবার চট্টগ্রাম হতে নোয়াখালী গমনকালে কর্ণফুলী নদীর খারীর মুখ এলাকায় ফিশিং বোট 'এফবি অনিকা' চলমান লাইটার ভ্যাসেলের সাথে সংঘর্ষের ফলে সমুদ্রে ডুবে যায়। উক্ত বোটে অবস্থানরত ১৯ জন জেলের মধ্যে ১১ জনকে জীবিত উদ্ধার করা হলেও ৮ জনকে খুঁজে পাওয়া যায়নি। উক্ত সংবাদের ভিত্তিতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কোস্ট গার্ড স্টেশন সাঙ্গু, আউটপোস্ট নরম্যান্স পয়েন্ট ও স্টেশন পতেঙ্গা কর্তৃক উচ্চগতি সম্পন্ন বোট এবং সমুদ্রে অবস্থানরত জাহাজের সমন্বয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে কোস্ট গার্ড উদ্ধারকারী দল কর্তৃক নিখোঁজ ৮ ব্যক্তির মধ্যে গত ৯ আগস্ট বিকাল ৫ টায় ২ জন এবং আজ ১০ আগস্ট সকাল ৮ টায় ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মৃতদেহ স্ব-স্ব আত্মীয়-স্বজনদের নিকট হস্থান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।
সম্পাদক : সৈয়দ মিজান সমরকন্দী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত