চট্টগ্রাম: চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি জাহেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আনুমানিক বিকাল ৪টার দিকে RAB-7 এর একটি চৌকস দল চট্টগ্রামের সাতকানিয়া থানার কাঞ্চনা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সে সিএমপির কোতোয়ালি থানা হেফাজতে আছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রতারক জাহেদুল ইসলাম 'সাহাবা হজ্ব এন্ড ট্রাভেল এজেন্সি'-এর আড়ালে হজ্বে পাঠানোর নাম করে হজযাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। ভুক্তভোগীরা নগদ এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা দেওয়ার পর হজ্বের দিন তারিখের খোঁজ নিতে গেলে সে মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যেতো। আবদুল্লাহ আল নোমান, মাসুদ গনী, মোঃ শহীদুল আলম (নয়ন), মো রাশেদুল ইসলাম, আলহাজ্ব আবুল কালাম, জয়নাল আবেদিন রিয়াজসহ একাধিক ভুক্তভোগী তার বিরুদ্ধে অভিযোগ করেছেন।
আদালত সূত্রে জানা যায়, চেক প্রতারণার (এনআই অ্যাক্ট) মামলায় আদালত জাহেদুল ইসলামকে এক বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করে। রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিল।
স্থানীয় সচেতন মহল এবং একাধিক ট্রাভেল এজেন্সির কর্তৃপক্ষ এই ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, জাহেদের মতো প্রতারকদের কারণে সৎ ব্যবসায়ীদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং হজযাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন। তারা আশা প্রকাশ করেছেন যে, এই গ্রেপ্তারের ফলে ভবিষ্যতে হজ যাত্রীদের হয়রানি অনেকাংশে কমে আসবে।
সম্পাদক : সৈয়দ মিজান সমরকন্দী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত