ভাঙ্গা স্বপ্ন
ফাতেমা আক্তার
স্বপ্ন গুলো মাটির নিচে চাপা দিয়ে
বিষাদের হাসি মুখে নিয়ে বেঁচে আছি,
তুমি বুঝবেনা কতটা যন্ত্রণা বুকের ভিতর লুকিয়ে রেখেছি গোপনে বিরহ বেদনায়।
স্বপ্ন ভাঙ্গা মানুষ দেখেছো তার চোখের দিকে তাকিয়ে দেখেছো কি কখনো, না দেখোনি তুমি, যদি দেখতে তুমি কখনোই বুঝতে পারতে না বাঁধ ভাঙ্গা সেই আর্তনাদ।
কারণ স্বপ্ন ভাঙ্গা মানুষ গুলি কখনো কাউকে বলে না আমার স্বপ্ন পূরণ হয়নি ভেঙ্গে গেছে, স্বপ্ন ভাঙ্গা মানুষ গুলি হাসি মুখে ঘুরে বেড়ায় সবার সামনে ।
মাটির দিকে তাকিয়ে মুচকি হাসে তারা, আর আল্লাহর কাছে বলে আপনি আমাকে দৈর্য্যশীল বানিয়ে দিন, আর নতুন নতুন স্বপ্ন দেখার সুযোগ খোঁজে দিন ।
যেই স্বপ্নে আপনার কল্যাণ আছে সেই স্বপ্ন গুলো পূরণ করার তৌফিক দান করুন,
মনের মধ্যে গভীর ভাবনা নিয়ে হাসিমুখে কথা বলে রোজ, সবাই ভাবে কি সুখি মানুষ।
সম্পাদক : সৈয়দ মিজান সমরকন্দী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত