মোঃ শহিদুল ইসলাম শহীদঃ- থানচি উপজেলা ২নং তিন্দু ইউনিয়নে বংন্ড পাথর এলাকার পউ খুমি পাড়াতে পানির সংযোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে পানি ব্যবহার পান করা থেকে যে কষ্ট ছিল তা থেকে মুক্তি পেয়েছেন। ১৮ই আগষ্ট ২০২৫,রেমাক্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মারমা রনি এর সার্বিক প্রচেষ্টায়,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কতৃক জিএফএস এর মাধ্যমে পানি সরবরাহ করা কারণে পাড়ার ২৫টি খুমি পরিবার পানির কষ্টে দূর হয়েছে। পাড়াটি সাংগু নদীর হইতে দুই ঘন্টার পায়ে হেটে সময় লাগে,পাড়ায় পাশে ঝিড়ি থাকলেও গ্রীষ্মকালে পানি শুকিয়ে যাওয়ার কারণে, পাড়াতে পানি আনতে হলে চল্লিশ মিনিট পায়ে হেটে ঝিড়ি থেকে আনতে হইত, মহিলা, শিশু ও বয়স্ক লোকেরা পানির আনতে গিয়ে খুবই কষ্ট পাইতে , এই সব কষ্ট একদিন দুই দিন নয় প্রায় ২০ বছর ধরে কষ্ট পেয়ে আসছিল, তাই পাড়ার বাসি সবাই পানি পেয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা কে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। এই বিষয়ে রেমাক্রি ইউনিয়ন চেয়ারম্যান থেকে জানতে চাইলে তিনি বলেন এলাকার মানুষের চাহিদা পূরণ মেটাতে আমি পূর্বেই তৎপর ছিলাম এখনো আছি সামনে দলমতের ঊর্ধ্বে থেকে মানবতার কল্যাণে কাজ করে যাবো।