রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যের অবসান ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে আজ ২০ আগস্ট ২০২৫, বুধবার—নরসিংদীর বেলাবোতে আলাদা সংসদীয় আসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৩টায় বেলাব বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় বেলাব উপজেলা স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ আয়োজিত এ কর্মসূচিতে মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন, এডভোকেট আব্দুল হামিদ, ডা. মোজাম্মেল হক নাহিদ, মোঃ ইমতিয়াজ আহমেদ জয়,মোহাম্মদ সোহরাফ হোসেন, আতীক খোকন, সাংবাদিক আশিকুর রহমান সৈকত এবং সাহিনুর প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
বক্তারা বলেন, জনগণের ন্যায্য রাজনৈতিক অধিকার ও সমঅধিকার নিশ্চিত করতে বেলাবোকে পৃথক সংসদীয় আসন হিসেবে স্বীকৃতি দেওয়া জরুরি। দীর্ঘদিনের দাবি উপেক্ষিত হওয়ায় তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।
আয়োজক “বেলাব উপজেলার স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ” জানায়, দাবি আদায়ে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় বেলাবো উপজেলাকে আলাদা আসন হিসেবে ঘোষণা করা সময়ের দাবি। তারা বলেন, এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে বঞ্চনার শিকার হয়ে আসছে। স্বাধীনতার পর থেকে বহুবার দাবি জানানো হলেও এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তারা দাবি আদায়ে শেষ পর্যন্ত অটল থাকার প্রত্যয় ব্যক্ত করেন।