চট্টগ্রাম ব্যুরো-চট্টগ্রাম মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮২ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত বছরের ৪ আগস্ট নগরীর নিউ মার্কেট এলাকায় আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থী একেএম নুরুল্লাহ এ মামলা করেন।সোমবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলাটি দায়ের হলে আদালত অভিযোগ গ্রহণ করেন এবং তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ, সাইফ পাওয়ারটেকের এমডি তরফদার রুহুল আমিন, আইনজীবী রানা দাশগুপ্ত, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল মুজিবুর রহমান, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল।
এজাহারে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট নুরুল্লাহ নিউ মার্কেট এলাকায় আন্দোলনে যোগ দেন। আন্দোলন চলাকালে আসামিদের নির্দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এতে নুরুল্লাহ দুই পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন।
পরে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে ১২টি গুলি ও তিনটি রাবার বুলেট অপসারণ করা হয়।
এজাহারে বাদী উল্লেখ করেন, গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকায় এবং আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ করতে সময় লাগায় মামলা করতে বিলম্ব হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী তাসনিম আক্তার নিশাত বলেন, “একে এম নুরুল্লাহর ওপর হত্যাচেষ্টার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। আদালত অভিযোগ গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।