লিটন প্রধান নিজস্ব প্রতিনিধিঃ-পঞ্চগড়ের দেবীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) চার্জার খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মোছাঃ হোসনে আরা (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (০৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টায় উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর-তিস্তাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হোসনে আরা ওই এলাকার মোঃ রহিদুল ইসলামের স্ত্রী। রহিদুল ইসলাম পেশায় একজন অটোরিকশা চালক।
পুলিশ জানায়, অটোভ্যান চালিয়ে সংসার চালাতেন রহিদুল ইসলাম। গতকাল রবিবার রাতে অটোভ্যান চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। পরদিন সকালে ঘুম থেকে উঠে রহিদুল ইসলামের স্ত্রী হোসনে আরা প্রতিদিনের মতো বাড়ির কাজ শেষে চার্জে দেওয়া অটোভ্যানটি চার্জ থেকে খুলতে গিয়ে বৈদ্যুতিক তারের সঙ্গে আটকা পড়েন তিনি। পরে আহত অবস্থায় ছিটকে যান ঘরের এক কোনে। শব্দ পেয়ে এ সময় বাড়ির লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার জানান, নিহত হোসনে- আরা অটোভ্যানের চার্জার খুলতে গিয়ে বৈদ্যুতিক দুর্ঘটনার স্বীকার হয়ে মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত করা গিয়েছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে।
সম্পাদক : সৈয়দ মিজান সমরকন্দী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত