1. live@www.alochithapratidina.com : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  2. info@www.alochithapratidina.com : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন :
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার হৃদয়ে অস্বস্তির কম্পন: মাধবদী কেন্দ্র করে অপ্রত্যাশিত ভূমিকম্প, আতঙ্কে শহর থমকে দাঁড়ায় ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মালামাল জব্দ চট্টগ্রামের নিউ মার্কেটে “এক দফা এক দাবি – ভোলা-বরিশাল সেতু চাই” দাবিতে মানববন্ধন আওয়ামী মুক্তিযোদ্ধালীগের সদস্য গণআজাদী লীগের মহানগর সহ-সভাপতি ভূমিদস্যু খোরশেদ আলম বায়েজীদে কবরস্থানের জমি দখল চেষ্টার প্রতিবাদ চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেট কার ছিটকে পড়ে পথচারীর মৃত্যু; আহত ৪ রাউজানে তিন অস্ত্রধারী গ্রেপ্তার, বিদেশি পিস্তলসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার চট্টগ্রামের প্রশাসনে নতুন নেতৃত্ব: দায়িত্ব নিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চট্টগ্রামে নির্বাচনী জনসংযোগের সময় নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রামে ধানের শীষে মনোনয়ন পেলেন ১০ জন বিদেশ থেকে আনা মোবাইল ফোন অনলাইনে রেজিস্টার নিবন্ধন বাধ্যতামূলক

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে ইসলামাবাদে পিএম হাউজে সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন উপদেষ্টা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ধর্ম উপদেষ্টা ও প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সখ্যতার বন্ধনে আবদ্ধ। এ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার হবে। খবর বিডিনিউজের।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিউ ইয়র্ক ও কায়রোতে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা স্মরণ করে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দূরদর্শী নেতৃত্ব এবং দারিদ্র্য দূরীকরণে তার অবদানের প্রশংসা করেন শাহবাজ শরিফ। এছাড়া, তিনি পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ককে শক্তিশালী করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টার আকাঙ্ক্ষাকে সাধুবাদ জানান।

অন্যদিকে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের একটি চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। ওই চিঠিতে প্রধান উপদেষ্টা পাকিস্তানের নজিরবিহীন বন্যায় ক্ষয়ক্ষতির জন্য সেদেশের সরকার ও জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং এই ভয়াবহ দুর্যোগে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান।

মুহাম্মদ ইউনূস চিঠিতে বলেছেন, এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে রয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার সুদক্ষ নেতৃত্বে পাকিস্তানের জনগণ তাদের অসাধারণ ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে এ চ্যালেঞ্জ অতিক্রম করবে। সেই সঙ্গে প্রয়োজনে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা ও সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে প্রধান উপদেষ্টা লিখেছেন তার চিঠিতে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতকালে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল দ্রুত পুনঃস্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি, ধর্মতত্ত্ব ও চিকিৎসা বিষয়ে উভয়দেশের শিক্ষার্থী বিনিময়ে স্কলারশিপ দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়। ইতোমধ্যে পাকিস্তানের ফেডারেল সরকার অনার্স থেকে পিএইচডি কোর্সে অধ্যয়নের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ বৃত্তি মঞ্জুর করেছে।

অন্যদের মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রী সরদার ইউসুফ খান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতা তারার, ইসলামাবাদে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ইকবাল হোসেন খান, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ ও শরীফ ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক মুফতি জাহিদ হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে গত সোমবার লাহোরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম লীগের সভাপতি নওয়াজ শরীফ এবং তার মেয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের সঙ্গে সাক্ষাৎ করেন ধর্ম উপদেষ্টা। সাক্ষাতে বন্যা ব্যবস্থাপনা ও কৃষিক্ষেত্রে পাঞ্জাব ও বাংলাদেশের মধ্যে অংশীদারত্ব প্রসঙ্গসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।