হোসেন বাবলা:১৮ সেপ্টেম্বর (চট্টগ্রাম) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপ- কমিটির উপদেষ্টা সদস্য ইসরাফিল খসরু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে পারলে বন্দর -ইপিজেড পতেঙ্গা এলাকায় উপযুক্ত স্থানে একটি ১০০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করার কথা জানিয়েছেন। তিনি আরো বলেন,অত্র অঞ্চলের ( চট্টগ্রাম -১১) আসনের নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিএনপির মাধ্যমে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে বলে উপস্থিত শতশত রোগী ও নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি এসব কথা বলেন।
তিনি ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর উত্তর পতেঙ্গা ৪০ নং ওয়ার্ডস্থ স্টিল মিলস এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
৪০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ লোকমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মনজুর কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত উদ্ধোধনী সভায় আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা,নগর বিএনপির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক শিক্ষাসংগঠক হাজী মুজিবুল হক কোম্পানি, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর ডাঃ মোঃ নূরুল আবছার, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কমিশনার মোহাম্মদ ইসমাইল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা মোঃ শাহাবুদ্দিন, মোঃ আবু জাফর আহমদ, মোঃ ইউসুফ, হাজী মোঃ হারুন কোম্পানি, মোঃ আমিন, মোঃ জসিম উদ্দিন, মোঃ রেজাউল করিম রেজা, নূর মোহাম্মদ, খোরশেদ আলম , নূরুল হুদা, গিয়াস উদ্দিন, ফজলুল রহমান সহ বিএনপি, যুবদল-ছাত্রদল স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল তাঁতীদল, কৃষক দল,মহিলা দল,জাসাস নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব চিটাগাং গোল্ডেন সিটি ও লিও ক্লাব অব গোল্ডেন সিটি স্টারের সহযোগিতায় এবং ইসরাফিল খসরু'র উদ্যোগে চিকিৎসা ক্যাম্পের দিন ব্যাপী আয়োজনে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান,৩০০ শতাধিক মানুষের মাঝে সম্পূর্ণ ফ্রি ঔষধ পত্র ও ব্যবস্থাপনা পত্র বিতরণ করা হয়েছে।
এই কার্যক্রম নগরের প্রায় প্রতিটি থানা,ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে চলমান থাকবে বলে ইসরাফিল খসরু জানিয়েছেন।
সম্পাদক : সৈয়দ মিজান সমরকন্দী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত