মোঃ শহিদুল ইসলাম শহীদঃবান্দরবানের থানচি উপজেলায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় এনজিও সংস্থা ব্র্যাকের আয়োজনে করণীয় ও কর্মদক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর)২০২৫ দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে আয়োজিত কর্মশালায় জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় একটি "ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ" গঠন করা হয় এবং এর সদস্যদের দায়িত্ব ও কর্মদক্ষতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এতে ব্র্যাকের বান্দরবান জেলার স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা নিখেল চাকমার সভাপতিত্বে এবং ব্র্যাকের ম্যানেজার প্রিয় লাল চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো, থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা এবং ফায়ার সার্ভিসের লিডার তরুণ জ্যোতি বড়ুয়া।
বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি, যেমন -তাপমাত্রা বৃদ্ধি, বন্যা, পাহাড়ি ধস, খরা এবং ডেঙ্গু, ম্যালেরিয়া ও পানিবাহিত রোগের বিস্তার নিয়ে আলোচনা করেন। তারা বলেন, এসব দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে দ্রুত সাড়া দেওয়ার জন্য একটি দক্ষ স্বাস্থ্য টিম গঠন করা অপরিহার্য।
প্রধান অতিথির বক্তব্যে ডা: মো:ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, "জলবায়ু পরিবর্তন এখন কেবল পরিবেশের জন্যই হুমকি নয়, এটি জনস্বাস্থ্যের জন্য ও একটি বড় চ্যালেঞ্জ,এই পরিস্থিতি মোকাবিলায় আমাদের সকলকে সম্মিলিতভাবে প্রস্তুত থাকতে হবে।"
কর্মশালায় নবগঠিত "ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ"-এর ৫০ জন সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং জলবায়ু পরিবর্তনজনিত জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর কর্মশালায় গুরুত্বারোপ করা হয়।
এতে থানচি থানা প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ সচিবগণ অংশগ্রহণ করেন।
সম্পাদক : সৈয়দ মিজান সমরকন্দী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত