আহমদ উল্লাহ, চট্টগ্রাম প্রতিনিধি:-চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, নির্বাচিত হলে তিনি কোনো সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করবেন না। তিনি স্পষ্টভাবে ঘোষণা দেন— “শুল্কমুক্ত গাড়ি কিংবা রাজউকের বাড়ি (প্লট) আমার দরকার নাই।”
২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর খুলশী রেলওয়ে কলোনিতে চট্টগ্রাম মহিলা কলেজ কেন্দ্র কমিটির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যক্ষ হেলালী বলেন, দেশের সম্পদ বিদেশে পাচার বন্ধ করা, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত পরিবেশ সৃষ্টি করাই সময়ের প্রধান দাবি। তিনি মনে করেন, যদি আগামী পাঁচ বছর রাজনৈতিক ও প্রশাসনিক পরিবেশকে দুর্নীতিমুক্ত রাখা যায়, তবে বাংলাদেশ উন্নয়নের এক নতুন উচ্চতায় পৌঁছাতে পারবে। তিনি আরও বলেন, উন্নয়নের শীর্ষে যেতে হলে সৎ, নির্লোভ ও নীতিবান নেতৃত্ব অপরিহার্য, আর এই গুণ একমাত্র জামায়াতের মধ্যেই বিদ্যমান। জনগণ এখন তা উপলব্ধি করছে বলেও দাবি করেন তিনি।
সম্পাদক : সৈয়দ মিজান সমরকন্দী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত