
মাছুম মন্ডল, জয়পুরহাট প্রতিনিধিঃ-জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের চাঁনপাড়া বাজার উন্নয়ন কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৮ টা থেকে চাঁনাপাড়া বাজারের অগ্রণী ব্যাংকের নিচ তলায় এ ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২শ ৮৭ জন ভোটারের মধ্যে ২শ ৭৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিকেলে নির্বাচনে ভোট গননা শেষে প্রিজাইডিং অফিসার শিরট্টি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শাহজাহান আলী এ ফলাফল ঘোষনা করেন।
ঘোষিত ফলাফলে মোঃ দেলোয়ার হোসেন আনারস প্রতীকে ১শ ২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হোন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন মন্ডল ছাতা প্রতীকে ভোট পেয়েছেন ১শ ২১।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে মোঃ আলম সরদার ফুটবল প্রতীকে ১শ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন মুনসুর রহমান। তিনি মোড়গ প্রকীকে ১শ ৩ ভোট পেয়েছেন।
নির্বাচনে ১৫টি পদের মধ্য শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংগাঠনিক সম্পাদক পদে সোহেল রানা, কোষাধ্যক্ষ পদে পাশা, প্রচার সম্পাদক পদে শাহিনুর ইসলাম শাহিন। অন্যান্য পদে সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ সমন্বয়ে পুরুণ করা হবে জানা গেছে।
অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পূর্ণ হওয়ায় প্রশাসন, নির্বাচনী দায়িত্বে অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক সকল প্রার্থী ও ভোটার ধন্যবাদ ও কর্তৃজ্ঞতা প্রকাশ করেছেন প্রিজাইডিং অফিসার শিরট্টি মহা বিদ্যালয়ের অধ্যক্ষ শাহজাহান আলী।