বিএসটিআই, চট্টগ্রাম। মোবাইল কোর্ট (পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই) মোট জরিমানা: ১,৫০,০০০/- টাকা। অদ্য ২৬.১০.২০২৫ তারিখে RAB-7 ও বিএসটিআইয়ের সমন্বয়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত কোর্টে গৃহীত কার্যক্রম নিম্নরুপ : ১) এভার পিওর ড্রিংকিং ওয়াটার, সাংবাদিক বিল্ডিং মোড়, নয়ারহাট, অক্সিজেন, বায়েজীদ, চট্টগ্রাম নামীয় প্রতিষ্ঠানটিকে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (জার) ( ব্রান্ড: এভার পিওর) পণ্যের অনুকূলে বাধ্যতামুলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত লেবেল অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে উৎপাদনপূর্বক বাজারজাত করার অপরাধে বিএসটিআই আাইন ২০১৮ অনুযায়ী ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। (২) এস করপোরেশন, হামিদচর নতুন মসজিদ সংলগ্ন, চান্দগাঁও, চট্টগ্রাম নামীয় প্রতিষ্ঠানটিকে ফর্টিফাইড সয়াবিন তেল ( ব্রান্ড: চাদনী) পণ্যের অনুকূলে বাধ্যতামুলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত লেবেল অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে মোড়কজাতপূর্বক তা বাজারজাত করার অপরাধে বিএসটিআই আাইন ২০১৮ অনুযায়ী ৫০,০০০/- টাকা এবং একই প্রতিষ্ঠানকে বর্ণিত পণ্যের অনুকূলে মোড়ক নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইনে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশনা মোতাবেক জব্দ তালিকা প্রস্ত্ততপূর্বক প্রতিষ্ঠান হতে ৪০০০ পিস লেবেল, ১০০০ পিস খালি বোতল ও ৪৫ লিটার তেল জব্দ করা হয়েছে। মোবাইল কোর্টটি RAB Forces Head Quarter এর আইন কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহ জেবায়ের এর নেতৃত্বে পরিচালিত হয়। বিএসটিআই এর কর্মকর্তা জনাব মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার( সিএম), জনাব সজীব চৌধুরী, পরিদর্শক (মেট) ও জনাব সন্দীপন ভট্রাচার্য্য, ফিল্ড অফিসার (সিএম) উক্ত কোর্টে অংশগ্রহণ করেন।
সম্পাদক : সৈয়দ মিজান সমরকন্দী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত