
জামালপুরের মাদারগঞ্জ নদীর পাড়ে নৌকায় খেলা করতে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও একজন।
৩১ (অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় উপজেলার শিধুলি ইউনিয়নের চরভাটিয়ানি এলাকার আনার বাড়ী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো চরভাটিয়ান এলাকার দুদু মিয়ার ১২ বছর বয়সী মেয়ে মরিয়ম এবং তার ৮ বছর বয়সী ছেলে আবু সাঈদ। তৃতীয় মৃত শিশুটি হলো সরিষাবাড়ী উপজেলার বাউশি এলাকার নুর ইসলামের ৯ বছর বয়সী মেয়ে সাইবা। সাইবা তার নানাবাড়ী বেড়াতে এসে নিখোঁজ হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে চার শিশু নদীর পাড়ে বাঁধা একটি নৌকায় খেলতে যায়। খেলার এক পর্যায়ে নৌকাটি ডুবে গেলে চারজনই পানিতে পড়ে নিখোঁজ হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করলেও শিশুদের কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ডুবুরি দল মরিয়ম, আবু সাঈদ এবং সাইবার নিথর দেহ উদ্ধার করে।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ রইস উদ্দিন জানান, কয়েক জন শিশু নদীতে খেলতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে একদল ডুবুরী সাহায্যে উদ্ধার অভিযান পরিচালনা করে তিন শিশুর লাশ উদ্ধার করতে সক্ষম হয়। এলাকাবাসীর তথ্য মতে একজন এখনো নিখোঁজ রয়েছে।