চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ-বায়েজিদ (আংশিক) আসনে মনোনীত প্রার্থী বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ সহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বায়েজিদ থানাধীন চাইলত্যাতলীতে গণসংযোগকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এরশাদ উল্লাহ নির্বাচনী প্রচারণা করছিলেন বায়েজিদ বোস্তামী চাইলত্যাতলী এলাকায়। এ সময় সরওয়ার, বাবলা নামের দুই জনকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এতে এরশাদ উল্লাহ, সরওয়ার, বাবল্, সহ তিন জন গুলিবিদ্ধ হয়েছেন।
এদিকে বুধবার সন্ধ্যায় বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন।
চাইলত্যাতলী এলাকায় গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং পায়ে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এরশাদ উল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা এসে গুলি করেছে। এতে এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।’
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে
সম্পাদক : সৈয়দ মিজান সমরকন্দী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত