
চট্টগ্রাম জেলা প্রশাসনে যুক্ত হলো নতুন নেতৃত্ব। মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনের আলোকে তিনি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক ইউনিটে যোগ দেন।
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা সমন্বয় এবং মাঠ প্রশাসনের কার্যক্রমে চট্টগ্রাম সবসময়ই একটি কৌশলগত এলাকা হিসেবে বিবেচিত—আর সেই ভারী দায়িত্ব এখন তুলে নিলেন জাহিদুল ইসলাম মিঞা।
নারায়ণগঞ্জে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি যেভাবে মাঠপর্যায়ে মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত ও মানবিক সেবা নিশ্চিত করেছিলেন, তা স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়ায়। অনেকেই তাকে ‘মানবিক ডিসি’ হিসেবে অভিহিত করেন। নতুন দায়িত্বেও তিনি সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আশা করছেন চট্টগ্রামের স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন,
“চট্টগ্রাম দেশের অর্থনীতি, বাণিজ্য ও প্রশাসনিক কাঠামোর একটি কেন্দ্রীয় এলাকা। সেবা নিশ্চিতকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই।”
নতুন ডিসির দায়িত্বগ্রহণকে কেন্দ্র করে জেলা প্রশাসনের ভেতরে ইতোমধ্যেই নতুন ধরনের উদ্যম ও আশাবাদ দেখা যাচ্ছে। কর্মকর্তারা মনে করছেন, তার অভিজ্ঞতা চট্টগ্রামের চলমান উন্নয়ন কাঠামোকে আরও গতিশীল করবে।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, বন্দরনগরীর জটিল প্রশাসনিক কাঠামো, ট্রাফিক চাপ, উন্নয়ন প্রকল্পের তদারকি এবং জনসেবার গতি বাড়ানোর ক্ষেত্রে নতুন ডিসির সামনে একাধিক চ্যালেঞ্জ রয়েছে। তবে তার পূর্ব অভিজ্ঞতা এই চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে বলে মনে করছেন তারা।
চট্টগ্রামের মাঠ প্রশাসনের নতুন অধ্যায় শুরু হলো তার আনুষ্ঠানিক যোগদানের মধ্য দিয়ে।