ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুর সীমান্তে বড় ধরনের অভিযান চালিয়েছে বিজিবি (৩৯ বিজিবি)। গোপন তথ্যের ভিত্তিতে ১৯ ও ২০ নভেম্বর নাকুগাঁও স্থলবন্দর, শ্রীবর্দীর রাজাপাহাড় এবং হালুয়াঘাটের পূর্ব গোবরাকুড়া ও গাবরাখালী এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ভারত থেকে চোরাচালান করে আনা কম্বল, প্যান্টের কাপড়, ফেসওয়াশ, সাবানসহ প্রায় এক কোটি টাকার বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। এছাড়া একটি কাভার্ডভ্যান, একটি ব্যাটারিচালিত ইজিবাইক এবং কয়েকটি গরুও আটক করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামাল ও যানবাহনের মূল্য ৭১ লাখ টাকার বেশি।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক টহল চালাচ্ছে এবং এ অভিযান ভবিষ্যতেও চলবে।
সম্পাদক : সৈয়দ মিজান সমরকন্দী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত