
চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) নেতৃবৃন্দ। বুধবার (১০ নভেম্বর) বিকালে সিআরএফ সভাপতি কাজী আবুল মনসুর স্বাক্ষরিত এক বিবৃতিতে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে এ অভিনন্দন জানান। বিবৃতিতে নতুন কমিটির সার্বিক সফলতা কামনা করে সিআরেএফ সভাপতি বলেন, প্রেসক্লাবকে অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখতে হবে। অতীতের ভুলগুলোর যাতে পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখবে। সেইসাথে নবনির্বাচিত কমিটি পেশাজীবী সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশার মান উন্নয়নে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা করেন সিআরএফ সভাপতি।