
আহমদ উল্লাহ চট্টগ্রাম প্রতিনিধি -ওলামায়ে কেরাম এবং ছাত্র – শিক্ষক- পেশাজীবির স্বনামধন্য সংগঠন আল আমিন যুব কল্যাণ সংস্থার উদ্দ্যোগে ১২ ডিসেম্বর শুক্রবার গ্রীন – ভ্যালী হাউজিং সোসাইটি আল আমিন মসজিদ প্রাঙ্গনে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সম্পন্ন হয়। উক্ত ক্বেরাত সম্মেলনে বাংলাদেশ, মিশর, আফ্রিকা, তানজানিয়া, পাকিস্তানের বিশ্ব বরেণ্য ক্বারীগণ পবিত্র আল কোরআন থেকে সুললিত কণ্ঠে তেলাওয়াত পরিবেশন করেন। এতে সভাপতিত্ব করেন টেকনিকাল বড় মসজিদের খতিব আলহাজ্ব আল্লামা শাহ নূর মোহাম্মদ দাঃবাঃ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীণ ভ্যালী হাউজিং সোসাইটির চেয়ারম্যান ও আল আমিন জামে মসজিদের মোতোয়াল্লী, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আজম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীণ ভ্যালী হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ দিদারুল আলম, আল আমিন মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ আবদুল্লাহ আল মামুন দাঃ বাঃ। আমন্ত্রিত ক্বারীদের মধ্যে তেলাওয়াত পরিবেশন করেন শায়খ ক্বারী ফরদান আদম, তানজানিয়া। শায়খ ক্বারী মুহাম্মদ আবদুল হাফেজ আদ্দুরুনকী, মিশর। শায়খ ক্বারী রেজাই আইয়ুব,তানজানিয়া। শায়খ ক্বারী আবদুল বাসেত আসলাম, পাকিস্তান। সবশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে সম্মেলনের পরিসমাপ্তি হয়।