ইকবালপার্ক বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বোয়ালখালী প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইকবালপার্ক বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন কুমার চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তাঁদের আদর্শ ধারণ করে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবীদের জীবন ও অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়। শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : সৈয়দ মিজান সমরকন্দী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত