
নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা নিয়ে কক্সবাজারে মতবিনিময় সভা
জাহেদ আলম, প্রতিবেদক।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কক্সবাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়। জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান।
সভায় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রধানরা অংশ নেন।
মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি কার্যকরভাবে প্রতিপালন নিশ্চিত করা, ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার, আইন-শৃঙ্খলা রক্ষা এবং নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।