
ছবি আছে………
বান্দরবানের ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে জন সচেতনতামূলক আলোচনা সভা
রতন কুমার দে,বান্দরবান প্রতিনিধি।
বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে জন সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে সুশীল: সাপোর্টিং দ্যা ইউনিটি অ্যান্ড সাসটেইনাবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (ঈঝঙং) টু আপ হোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে জন সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএনকেএস ও সিএসও হাব এর আয়োজনে অ্যাকশনএইড বাংলাদেশ এর সহযোগিতায়, ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাল্যবিবাহ প্রতিরোধে জন সচেতনতামূলক শপথবাক্য পাঠ করান সিএসও হাব বান্দরবান এর উপদেষ্টা ও সমাজ এবং মানবাধিকারকর্মী অংচমং মার্মা।
সভায় বিএনকেএস এর সুশীল প্রকল্পের ম্যানেজার ক্যবাথোয়াই, ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিন উদ্দিন, সহকারী শিক্ষক তাপসী খীসা, আবুল হাসান চৌধুরী, সিএসও হাব এর যুগ্ন সম্পাদক ম্রাসাচিং খেয়াং, হাবের সদস্য ঝর্ণা তঞ্চঙ্গ্যা, মৌসুমী খেয়াং সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা বিএনকেএস সবসময় নারী ও যুবকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি যুবক ও নারীদের নেতৃত্ব বিকাশে উৎসাহ ও বিভিন্ন সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছে।
………………………..
রতন কুমার দে
বান্দরবান প্রতিনিধি
০১৮১৮৫৪৫৪১৮
১৪ ডিসেম্বর ২০২৫ইং