বেঙ্গুরা খান বাহাদুর খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষিকার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গুরা খান বাহাদুর খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে সম্মানিত সিনিয়র শিক্ষিকা জনাব শওকত আরা বেগম–এর অবসরজনিত বিদায় উপলক্ষে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলক কান্তি সেন–এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে দীর্ঘ শিক্ষকতা জীবনে শওকত আরা বেগমের নিষ্ঠা, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষিকাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। বিদায়ী বক্তব্যে শওকত আরা বেগম বিদ্যালয়ের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদক : সৈয়দ মিজান সমরকন্দী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত