বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে হালদা মোহনা ও কর্ণফুলী নদীতে যৌথ অভিযান: অবৈধ জাল জব্দ ও ধ্বংস
বৃহ স্পতিবার ১৮ ডিসেম্বর, বোয়ালখালী মৎস্য দপ্তর ও হালদা অস্থায়ী নৌ পুলিশের যৌথ উদ্যোগে আজ দুপুর থেকে বিকাল পর্যন্ত হালদা মোহনা ও কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ নাঈম হাসান। অভিযানে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা কৃষি অফিসার মোঃ শাহানুর ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার মোঃ জহির উদ্দিন ভূঁইয়া, হালদা অস্থায়ী নৌপুলিশের প্রধান এস আই রমজান আলী ও সোহেল রানা, সহকারী আবু মোহাম্মদ নোমান এবং পাহারাদার সুমন দাস।
অভিযানের সময় একটি চরঘেরা জাল (প্রায় ৯০০ মিটার) এবং তিনটি ভাসা জাল (মোট দৈর্ঘ্য প্রায় ১২০০ মিটার) জব্দ করা হয়। এসব জালের বাজার মূল্য প্রায় ৭৫,০০০ টাকা। জব্দকৃত জালগুলোকে স্থানীয়দের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ নাঈম হাসান জানান, এই ধরনের অভিযান নদীর মাছের সংরক্ষণ এবং অবৈধ মাছ ধরা প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, জনগণকে সচেতন করতে এবং নদী সংরক্ষণের জন্য ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে। এই উদ্যোগের মাধ্যমে বোয়ালখালী মৎস্য দপ্তর ও নৌ পুলিশ নদীর বাস্তুতন্ত্র রক্ষা ও স্থানীয় জেলেদের অধিকার নিশ্চিত করতে সচেষ্ট।
সম্পাদক : সৈয়দ মিজান সমরকন্দী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত