1. live@www.alochithapratidina.com : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  2. info@www.alochithapratidina.com : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

রাউজানে প্রবাসী স্বামীকে হত্যার ৮ বছর পর স্ত্রী গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

সৈয়দ মিজান সমরকন্দী:- চট্টগ্রামের রাউজানে প্রবাসী স্বামীকে খুন করার দীর্ঘ আট বছর পর ঘাতক স্ত্রীকে গ্রেপ্তার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

রোববার (৪ মে) তথ্য প্রযুক্তির সহায়তায় ঘাতক স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ঘাতক স্ত্রী ছাড়াও আরো ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামরা হলেন- চট্টগ্রামে রাউজান থানার দক্ষিণ সর্ত্তার মনু বলির বাড়ির মৃত নাজিম উদ্দিনের স্ত্রী নাছিমা আক্তার (৪২) ও একই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে জসিম উদ্দিন (৫২) এবং নোয়াখালী জেলার হাতিয়া থানার আব্দুল আলীর ছেলে আবুল কালাম।

জানা যায়, পারিবারিক কলহের জেরে দীর্ঘ ৮ বছর ২০১৭ সালে স্বামীকে খুন করে ঘাতক স্ত্রী। পরে তার লাশ বস্তাবন্ধি করে পাশের মেম্বারের পুকুরে ফেলে দেয়। ঘটনার পর থেকে দুই মেয়েকে নিয়ে পলাতক ছিল আসামি। ঘটনার পর থেকেই ঘাতক স্ত্রী সবাইকে জানায় তার স্বামী তাদের ছেড়ে বিদেশে চলে গেছে। এ ঘটনায় নিহত নাজিম উদ্দীনের ভাই থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিহত নাজিম উদ্দীন একজন প্রবাসী ছিলেন। ছেলে নিখোঁজের সংবাদ শুনেই দেশে এসে স্ত্রীর হাতে খুন হন।

এদিকে তিনমাস পর পুকুর থেকে একটি পচা গলা লাশ উদ্ধা করা হয়। লাশ পাওয়ার পর তৎক্ষণাৎ লাশ শনাক্ত করা না গেলে পুলিশ নিজেই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। সে মামলায় তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘ আট বছর পর ঘাতক স্ত্রীকে গ্রেপ্তার করে সিআইডি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।