চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের গোসাইডাঙ্গার মা স্টার ফুডস নামের একটি বেকারিকে নানা অপরাধে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভেজালবিরোধী অভিযানের ম্যাজিস্ট্রেট।মঙ্গলবার (৬ মে) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযানে নেতৃত্ব দেন।চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বাংলানিউজকে জানান, অভিযান চলাকালে ওই বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রি, বিভিন্ন ধরনের ফ্লেভার ও রাসায়নিক ব্যবহার, মেয়াদবিহীন খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রির জন্য সংরক্ষণ করা এবং ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করার প্রমাণ পাওয়া গেছে। এ অপরাধে মা স্টার ফুডসকে ৩৫ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা হয়েছে।জনস্বার্থে চসিকের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।