সীমান্তের অন্য পাশ থেকে ছোড়া গোলার আঘাতে ভারতশাসিত কাশ্মীরের পুঞ্চ শহরের বাসিন্দা মোহাম্মদ ইকবাল নিহত হন। এই ঘটনা ঘটে ৭ মে সকালে।
এর কয়েক ঘণ্টা আগেই পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত।
ভারতের ওই হামলার জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তান। ভারতের দাবি, এই হামলা ছিল কিছুদিন আগে পহেলগামে সংঘটিত হামলার প্রতিশোধ, যার জন্য তারা পাকিস্তানকে দায়ী করছে। তবে পাকিস্তান শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
মোহাম্মদ ইকবালের ভাই ফারুক আহমেদ। ভাইয়ের মৃত্যু নিয়ে কথা বলতে গিয়ে বেশ রাগান্বিত হয়ে পড়েন ফারুক।
তিনি জানান, জিয়া-উল-উলুম মাদরাসায় দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করতেন তার ভাই। আর সেখানেই তিনি নিহত হন।