1. live@www.alochithapratidina.com : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  2. info@www.alochithapratidina.com : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সারাজীবন মানুষের সেবা করতে চাই – মোশারফ হোসেন মোল্লা বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার চট্টগ্রামে ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়ানশীপ’২৫ এ আঞ্চলিক চ্যাম্পিয়ন ফিদে মাষ্টার আব্দুল মালেক, রানার্সআপ ইফতেখার আলম বিজিবি ব্যবস্থাপনায় ফাইনাল খেলা অনুষ্ঠিত বেলাবোতে স্বতন্ত্র আসনের দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ পানির অপর নাম জীবন যা পূরণ হলো খুমী পরিবারের দীর্ঘ প্রতীক্ষার প্রহর বাংলাদেশ কৃষি ব্যাংক বাঁশখালী শাখার গ্রাহকদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হালিশহর উচ্চ বিদ্যালয়ের সামনে ভাঙ্গা সড়কের সংস্কার কাজ সারিয়ে দিলেন জামায়াতে ইসলামী.. ধুমপাড়ায় ভুয়া কবিরাজের অন্ধকার সাম্রাজ্য ৭ বছর ধরে করে আসছে প্রতারণা

নকশা বহির্ভূত ভবন নির্মাণ জটিলতাকে পুঁজি করে বিএনপি’র বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ— অপপ্রচারের নিন্দা জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগর বিএনপি নকশা বহির্ভূত ভবন নির্মাণ সংক্রান্ত বিরোধকে পুঁজি করে দলটির নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলাকে পরিকল্পিত অপপ্রচার বলে আখ্যায়িত করেছে। এ ঘটনায় তারা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে এবং মূল ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

জানা গেছে, সম্প্রতি ফেসবুক লাইভে এসে জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট রাজনীতির সঙ্গে জড়িত ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক ডা. ইকবাল, বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উত্থাপন করেন। তিনি দাবি করেন, চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন রাহাত্তারপুল এলাকায় তার নির্মাণাধীন বাড়ির কাজে বাধা দিয়ে স্থানীয় বিএনপি নেতা মুহাম্মদ হারুন চাঁদা দাবি করেছেন। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

তবে চট্টগ্রাম মহানগর বিএনপি বলছে, এটি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক প্রচারণা। তাদের দাবি, প্রকৃত ঘটনা হচ্ছে—ডা. ইকবাল তার বাড়ি নির্মাণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চউক) কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া অনুমোদিত নকশা অনুসরণ করেননি। বিষয়টি স্থানীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলে চউক কর্তৃপক্ষ নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য মালিকপক্ষকে নোটিশ দেয়।

এরপরও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ডা. ইকবাল নির্মাণকাজ চালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। গত সোমবার চউক কর্তৃপক্ষের একটি পরিদর্শন দল ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে ডা. ইকবাল অসৌজন্যমূলক আচরণ করেন। পরে স্থানীয় মসজিদের মোতাওয়াল্লী মুহাম্মদ হারুনসহ এলাকার কিছু বাসিন্দা নকশা বহির্ভূত নির্মাণ বন্ধ রাখতে অনুরোধ করলে, ডা. ইকবাল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘চাঁদাবাজির নাটক’ সাজিয়ে ফেসবুক লাইভে অভিযোগ করেন যে তাকে মারধর করা হচ্ছে এবং চাঁদা দাবি করা হচ্ছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদ উল্লাহ ও সদস্য সচিব জনাব নাজিমুর রহমান এক যৌথ বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন— “এটি একটি পরিকল্পিত অপপ্রচার, যার মাধ্যমে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃত ঘটনা আড়াল করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”

তারা আরও বলেন, “আমরা সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আহ্বান জানাচ্ছি, এই ধরনের অপপ্রচার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিহত করুন। প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি—ঘটনার মূল হোতা ডা. ইকবালকে আইনের আওতায় এনে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হোক।”

চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, রাজনৈতিক প্রতিপক্ষরা নানাভাবে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে, কিন্তু দলটির নেতাকর্মীরা আইনানুগ পথে এসব ষড়যন্ত্র মোকাবিলা করবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।