মাছুম মন্ডল, জয়পুরহাট জেলা প্রতিনিধি:-দৈনিক বাংলার সময়,নামে বিভিন্নভাবে ফেসবুক নিয়োগ মাধ্যমে,০১৮৩৩৪৩১১১৭এই নাম্বার থেকে সাংবাদিকের বিভিন্ন পদে নিয়োগ প্রলবণ দেখিয়ে,ফেসবুক মাধ্যমে সাংবাদিকের বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা বলে মানুষর কাজ থেকে বিভিন্নভাবে, টাকা পয়সার লেনদেন,প্রতারণার প্রমাণ পাওয়া যায়।
দৈনিক বাংলার সময় সম্পাদকের পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে প্রতারণার প্রমাণ পাওয়া যায়।
৮ই জুলাই ২০২৫ তারিখে মাছুম মন্ডল নামের এক ব্যক্তির কাজ থেকে ৩ হাজার টাকা নিয়েছে বলে অভিযোগ প্রমাণিত হয়, তিন দিনের ভিতরে দৈনিক বাংলার সময় জয়পুরহাট জেলায়, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ হিসেবে নিয়োগের কথা বলে, মাসুম মন্ডল এর কাছ থেকে ৩ হাজার টাকা জমা নেই।
০১৮৩৩৪৩১১১৭ এই নাম্বারে বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করে, লেনদেনের পরে, মাছুমের কাছ থেকে জানা যায়, তারা আর কোন প্রকার ফোন ধরে না, টাকাও ফেরত দেয় না,জয়পুরহাট জেলা প্রতিনিধি হিসেবে কার্ড দেয়ার কথা বলে কার্ড ও দেয় না। তাই মাছুম মন্ডল এর দাবী আমার মতো আর কাউকে যাতে প্রতারণার শিকার না হতে হয়, তাই সাক্ষী প্রমাণ এর ভিত্তিতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
মাছুম মন্ডল এর বক্তব্যে জানা যায়,গত ১৮ জুলাই ২০২৫ ইংরেজি মোতাবেক,দৈনিক বাংলার সময়,সম্পাদকের পরিচয় দিয়ে ফেসবুক নিয়োগ প্রতারণায় ০১৮৩৩৪৩১১১৭এই নাম্বার থেকে ৩০০০ টাকা বিকাশ মাধ্যমে নেই।জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ পদে নিয়োগের কথা বলে টাকা নিয়ে আর ফোন ধরে না।ফোন দিলে স্বীকার করে টাকা নিছে। তাই মাছুমের দাবি তিন হাজার টাকা ফেরত দিতে হবে।অবিলম্বে সকল সাক্ষী প্রমান মানের ভিত্তিতে, আইনের আয়তায় এনে শাস্তির দাবি।
শাস্তি দেখে ভয়ে ভবিষ্যতে এরকম কোন অপরাধমূলক কাজ আর যাতে না করতে পারে। সকল সাক্কি প্রমাণের ভিত্তিতে আইনের আয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।