মাছুম মন্ডল,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা সদস্য সাবেক মন্ত্রী ও জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল আলীমের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা মরহুম আব্দুল আলীমের পরিবারের আয়োজনে বায়তুন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন মরহুমের জৈষ্ঠ্য পুত্র ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ফয়সল আলী।
শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা বাগদাদ চিশতী।
এসময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, আয়মারসুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ শাহাদৎ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মন্ডল দুলাল, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।