মোঃ শহিদুল ইসলাম শহীদঃবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বান্দরবানের সর্বশেষ উপজেলা থানচিতে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে ৩সেপ্টেম্বর ২০২৫, সকাল সাড়ে দশটায় উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রা থানচি রিড ট্রেড সেন্টারের সামনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু নোমানের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হাকুরাম ত্রিপুরার সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, প্রধান বক্তা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মংশৈম্রাই মারমা।
এতে দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। আলোচনা কালে বক্তারা বলেন রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে তা জেনো প্রতিহিংসা না হয়।