ক্রীড়া ডেস্ক:১৩ সেপ্টেম্বর:-আসন্ন আন্তঃ একাডেমি কাপ ফুটবলের প্রস্তুতি উপলক্ষে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি ও পতেঙ্গা ফুটবল ট্রেনিং একাডেমির ১৩ সেপ্টেম্বর, শনিবার বিকেলে অনুষ্ঠিত অ-১৫ এর প্রীতি ফুটবল ম্যাচ ৪-৪গোলে ড্র হয়েছে। সিডিএ বালুর মাঠে প্রীতি ম্যাচটিতে প্রথমোধ্যায়ে ২-০ গোলে এগিয়ে থাকলেও স্বাগতিক দক্ষিণ হালিশহর উজ্জীবিত ফুটবল খেলা উপহার দিয়ে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে কোচ আলাউদ্দিনের দল।
ম্যাচের দ্বিতীয়ার্ধে রক্ষন ভাগের দূর্বলতায় ২-০ তে লিড নিয়েও ধরে রাখতে পারে নি কোচ পাবেলের দল পতেঙ্গা একাডেমি।
দলের পক্ষে গোল করেন ইয়ান,রীয়াদ, ইশতিয়াক ও সায়েম এবং হালিশহরের পক্ষে গোল করেন তাহসিনা, জিহাদ, জিসান ও সামিউল।
খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের উৎসাহ প্রদান করে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা রেফারি সমিতির আজীবন সদস্য আলহাজ্ব মোঃ তৈয়ব আলী, জেলা দলের সাবেক ফুটবলার মোঃ দিদারুল আলম পাবেল, দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার বাবুল হোসেন বাবলা, সহকারী কোচ মোঃ মামুন, মাঠ সমন্বয়কারী আমির খন্দকার ও পতেঙ্গার ক্রীড়া সংগঠক ও সদস্য মোঃ জিয়াউল হাসান জিয়া এবং উভয় একাডেমির পরিচালক মন্ডলী ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেছেন রেফারি মোঃ আলাউদ্দিন,সহকারী রেফারি মোঃ হাসান ও শাখাওয়াত হোসেন।