কামরুল ইসলাম:- বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসির দিকনির্দেশনা মোতাবেক ৪০ লিটার চোলাই মদ, ১৫০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার।
গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখ রাত অনুমান ২১:৫৫ ঘটিকার সময় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব তপন কুমার বাকচী এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) উক্যসিং মার্মা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানাধীন ২নং সাধনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাণীগ্রাম এলাকায় বিএম অটো গ্যাস ফিলিং স্টেশনের সামনে বাঁশখালী-টু-পেকুয়া আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেনঃ ১। মোঃ দিদার (৪১), পিতা- মৃত মোহাম্মদ হোসেন, মাতা- মৃত মাজেদা খাতুন, সাং- চানপুর, কাশেম আলী পাড়া, ৫নং ওয়ার্ড, ১নং পুকুরিয়া ইউপি। ২। মোঃ ফোরকান (৪০), পিতা- মৃত আব্দুল মোতালেব, মাতা- মাহফুজা বেগম, সাং- সাধনপুর, দুয়ারী পাড়া, জুলহাসের বাপের বাড়ি, ৬নং ওয়ার্ড, ২নং সাধনপুর ইউপি।
৩। মোঃ ইকবাল (৩০), পিতা- ফয়েজুল হক, মাতা- হাসিনা বেগম, সাং- পূর্ব বৈলগাঁও, ২নং ওয়ার্ড, ২নং সাধনপুর ইউপি।গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ৪০ (চল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত নগদ টাকা ২,১০০/- (দুই হাজার একশত) টাকা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।