
মোহাম্মদ ফখরুল ইসলাম-(বাঁশখালী উপজেলা প্রতিনিধি) গত ২৬/০৯/২০২৫ খ্রি. বিকালে বাঁশখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ৭ জন শিশু শিক্ষার্থী ,যারা বাঁশখালী পৌরসভা এলাকায় বসবাস করে—এডভেঞ্চারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় তাদের পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে।
নিখোঁজ শিশুদের নাম ১. আবরার উদ্দীন ইশরাক
২.মাহাতাফ মঞ্জুর চৌধুরী (১১) ৩. কৃতশিক দাশ স্বপ্নীল (১২) ৪. মোহাম্মদ জিনান (১১) ৫.মোহাম্মদ বিন মাহমুদ (১১) ৬.আকতার (১২) ৭। মোঃ সাইদ (১২)
বাঁশখালীতে ৭ শিশু শিক্ষার্থী নিখোঁজের সংবাদ পাওয়া মাত্রই চট্টগ্রাম জেলা পুলিশ সুপার
জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু (বিপিএম-বার) মহোদয় এর নির্দেশে বাঁশখালী থানা পুলিশ উদ্ধার কার্যক্রম শুরু করে। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম ও থানার ফোর্সসহ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং থানা এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিশুরা মিয়ার বাজার থেকে ইজি বাইকে উত্তর দিকে যাচ্ছে, তবে চেচুরিয়া এলাকায় আর দেখা যায়নি। পুলিশ ধারণা করে, তারা পাহাড়ি পথে প্রবেশ করেছে এবং পথ হারিয়ে গহীন জঙ্গলে আটকে গেছে।
পুলিশ ছয়টি সার্চ টিম তৈরি করে পাহাড়ি অঞ্চল, জঙ্গল ও দুর্গম পথগুলোতে অনুসন্ধান চালায়। স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও অভিভাবকগণ পুলিশের তত্ত্বাবধানে যৌথভাবে অনুসন্ধানে অংশগ্রহণ করেন।
এই তৎপরতার মাধ্যমে অদ্য ২৭/০৯/২০২৫ খ্রি. সকাল ০৬:৩০ ঘটিকার সময় ডাকভাঙ্গা পাহাড় হতে সাতজন শিশু সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় এবং তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। ইতোমধ্যে পুলিশ সুপার উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন।
জিজ্ঞাসাবাদে জানা যায় যে, শিশুরা বন্ধুবান্ধব মিলে পাহাড়ে প্রবেশ করে এবং রাতভর পাহাড়ে অবস্থান করেছিল। ভোরের আলো দেখা দিলে তারা পাহাড়ের রাস্তা ধরে পুনরায় অলি মিয়ার দোকান হয়ে থানায় ফিরে আসে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম (মহোদয়) বলেন যে,“শিশুদের নিরাপত্তা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। বাঁশখালী থানার পুলিশ অনুসন্ধান অভিযান পরিচালনা করে শিশুদের নিরাপদে উদ্ধার করেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে।”
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মোঃ আরিফ হোসেন জানান যে, পুলিশ সর্বদা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অব্যাহত রাখবে।