1. live@www.alochithapratidina.com : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  2. info@www.alochithapratidina.com : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন :
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার হৃদয়ে অস্বস্তির কম্পন: মাধবদী কেন্দ্র করে অপ্রত্যাশিত ভূমিকম্প, আতঙ্কে শহর থমকে দাঁড়ায় ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মালামাল জব্দ চট্টগ্রামের নিউ মার্কেটে “এক দফা এক দাবি – ভোলা-বরিশাল সেতু চাই” দাবিতে মানববন্ধন আওয়ামী মুক্তিযোদ্ধালীগের সদস্য গণআজাদী লীগের মহানগর সহ-সভাপতি ভূমিদস্যু খোরশেদ আলম বায়েজীদে কবরস্থানের জমি দখল চেষ্টার প্রতিবাদ চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেট কার ছিটকে পড়ে পথচারীর মৃত্যু; আহত ৪ রাউজানে তিন অস্ত্রধারী গ্রেপ্তার, বিদেশি পিস্তলসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার চট্টগ্রামের প্রশাসনে নতুন নেতৃত্ব: দায়িত্ব নিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চট্টগ্রামে নির্বাচনী জনসংযোগের সময় নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রামে ধানের শীষে মনোনয়ন পেলেন ১০ জন বিদেশ থেকে আনা মোবাইল ফোন অনলাইনে রেজিস্টার নিবন্ধন বাধ্যতামূলক

বিদেশ থেকে আনা মোবাইল ফোন অনলাইনে রেজিস্টার নিবন্ধন বাধ্যতামূলক

জাহাঙ্গীর আলম
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : দেশে অবৈধ ও অননুমোদিত মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার রোধে আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) ব্যবস্থা। এই প্রযুক্তি চালুর পর থেকে শুধুমাত্র অনুমোদিত, মানসম্মত ও বৈধভাবে আমদানি করা মোবাইল সেটই দেশের মোবাইল নেটওয়ার্কে ব্যবহার করা যাবে। কোনো ক্লোন বা নকল আইএমইআই (IMEI) নম্বরযুক্ত হ্যান্ডসেটও তখন থেকে নেটওয়ার্কে যুক্ত হতে পারবে না।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে ক্রয় করা বা উপহারপ্রাপ্ত মোবাইল ফোন এখন বাংলাদেশে ব্যবহার করতে হলে অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক।

বিটিআরসির ব্যাখ্যা অনুযায়ী, এমন হ্যান্ডসেট প্রথমে দেশের নেটওয়ার্কে সাময়িকভাবে সচল থাকবে। এরপর গ্রাহককে এসএমএসের মাধ্যমে জানানো হবে যে, ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দাখিল করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য যাচাই-বাছাই শেষে কেবল বৈধ হ্যান্ডসেটকেই নিবন্ধন করে স্থায়ীভাবে নেটওয়ার্কে সক্রিয় রাখা হবে।

নিবন্ধন প্রক্রিয়া বিদেশ থেকে ক্রয় করা বা উপহারপ্রাপ্ত ফোন নিবন্ধনের জন্য গ্রাহককে প্রথমে neir.btrc.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নিজের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর ‘Special Registration’ সেকশনে গিয়ে মোবাইল ফোনের আইএমইআই (IMEI) নম্বর প্রবেশ করাতে হবে।

এরপর পাসপোর্টের ভিসা বা ইমিগ্রেশন পৃষ্ঠা, ক্রয় রশিদসহ প্রয়োজনীয় ডকুমেন্টের স্ক্যান কপি বা ছবি আপলোড করে ‘Submit’ করতে হবে। যাচাই শেষে যদি সেটটি বৈধ হয়, তা স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। বৈধ না হলে এসএমএসের মাধ্যমে জানিয়ে ফোনটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

বিটিআরসি জানিয়েছে, প্রয়োজনে মোবাইল অপারেটরদের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকেও নিবন্ধন প্রক্রিয়ায় সহায়তা নেওয়া যাবে।

বিদেশি হ্যান্ডসেট নিবন্ধনে প্রয়োজনীয় কাগজপত্র

বিদেশ থেকে ক্রয় করা হ্যান্ডসেটের ক্ষেত্রে লাগবে:

১. পাসপোর্টের ব্যক্তিগত তথ্যসম্বলিত পাতার ছবি

২. পাসপোর্টে ইমিগ্রেশন সিলযুক্ত পাতার ছবি

৩. ক্রয় রশিদ

৪. প্রয়োজনে কাস্টমস শুল্ক প্রদানের প্রমাণপত্র (একটির বেশি হ্যান্ডসেট হলে)

উপহারপ্রাপ্ত হ্যান্ডসেটের ক্ষেত্রে ওপরের সব কাগজপত্রের সঙ্গে দিতে হবে ‘উপহারদাতার প্রত্যয়পত্র’।

এয়ারমেইলে প্রাপ্ত হ্যান্ডসেটের ক্ষেত্রে প্রয়োজন হবে:

১. প্রেরকের পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি (যদি প্রযোজ্য হয়)

২. প্রাপকের জাতীয় পরিচয়পত্র

৩. ক্রয় রশিদ

৪. শুল্ক প্রদানের রশিদ (একটির বেশি হ্যান্ডসেট হলে)

ব্যাগেজ রুল অনুযায়ী কত ফোন আনা যাবে বর্তমান ব্যাগেজ রুলস অনুযায়ী, একজন ব্যক্তি বিদেশ থেকে দেশে ফেরার সময় আগে ব্যবহৃত ব্যক্তিগত ১টি হ্যান্ডসেট ছাড়া সর্বোচ্চ আরও ১টি হ্যান্ডসেট শুল্কমুক্তভাবে আনতে পারবেন। অতিরিক্ত ১টি হ্যান্ডসেট আনতে হলে নির্ধারিত শুল্ক দিতে হবে।

বিটিআরসি জানিয়েছে, নিবন্ধনবিহীন কোনো বিদেশি মোবাইল ফোন দীর্ঘমেয়াদে বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কে সচল রাখা যাবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।